বছরভর যে হিন্দি গানগুলো হয় প্রশংসিত নয় তিক্ততার শিকার হয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে
গেহরাইয়া- দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে অভিনীত গেহরাইয়া ছবির টাইটেল ট্র্যাক রাতারাতি জনপ্রিয় হয়
কেশারিয়া- ব্রহ্মাস্ত্র ছবির গান। অরিজিৎ সিং-এর কণ্ঠে ভাইরাল হয় সিনেপাড়ায়।
ফিফা ওয়ার্ডকাপ- নোরা ফাতেহির হাইয়ার গান ঝড় তোলে ফুটবল বিশ্বকাপে
ফিফা ওয়ার্ডকাপ- নোরা ফাতেহির হাইয়ার গান ঝড় তোলে ফুটবল বিশ্বকাপে
নাটুনাটু- দক্ষিণী ছবি আরআরআর-এর হিন্দি ভাষায় নাটুনাটু গান দর্শকমনে ঝড় তোলে
আপনা বানালে- অরিজিৎ সিং-এর গলায় ভেড়িয়া ছবির গান রাতারাতি আপনা বানালে ভীষণ জনপ্রিয় হয়
বেশরম রং- প্রশংসা নয় কটাক্ষের শিকার হয়ে চর্চায় কেন্দ্রে জায়গা করে নেয় পাঠান ছবির এই গান