ইনস্টাগ্রাম ইউজাররা নিজেরাই এখন নিজেদের 3D অবতার বানাতে পারেন মুহূর্তে।
আর 15 সেকেন্ড নয়, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন স্টোরি দিতে পারেন এক মিনিট পর্যন্ত।
এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা ইনস্টাগ্রামে নিজেদের ভাবনার কথা টেক্সট (সর্বাধিক 60 শব্দ) ও ইমোজির মাধ্যমে দিতে পারবেন।
ইনস্টাগ্রাম ইউজাররা তাদের প্রোফাইলে সর্বাধিক তিনটি পোস্ট পিন করে রাখতে পারবেন।
60 সেকেন্ডের রিল এখন অতীত, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন রিল পোস্ট করতে পারেন 90 সেকেন্ড পর্যন্ত।
রিল, ইমেজ ও ক্যারোজ়েল পোস্টের ক্ষেত্রে ইউজাররা 75 দিন পর্যন্ত যেকোনও পোস্ট শিডিউল করতে পারবেন।
ক্রিয়েটররা সাবস্ক্রাইবার ব্যাচ, সাবস্ক্রাইবার স্টোরি, সাবস্ক্রাইবার লাইভ ইত্যাদি ফিচারের মাধ্যমে সাবস্ক্রাইবারদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।