হার্টের রোগী! ভ্রমণের জন্য রইল বিশেষ টিপস

যাওয়ার আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন।

ডাক্তারের নির্দেশ অনুসারে প্রত্যেকটি ওষুধ সঙ্গে নিন ও মনে করে তা গ্রহণ করুন। সঙ্গে প্রেসক্রিপশন অবশ্যই রাখবেন।

ভ্রমণের সময় ভাল খাওয়া, প্রচুর পরিমাণে জল পান করুন। ফলের রস, শাকসবজি খান।

এয়ারলাইন  বা ট্যুর সংস্থাকে আপনার শারীরিক পরিস্থিতির কথা জানাতে ভুলবেন না যেন।

রাউন্ডট্রিপ ফ্লাইটের বদলে ডিরেক্ট ফ্লাইট বুক করুন।

যতটা সম্ভব লাগেজ হালকা করার চেষ্টা করুন।