এই ৭ দেশে পালিত হয় আলোর উৎসব
11 November 2023
দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব, দীপাবলি। ভারত ছাড়াও দীপাবলি পালিত হয় এশিয়ার এই ৭ দেশে। দেখে নিন এক নজরে।
'হরি দিওয়ালি' নামে মালেশিয়ায় উদ্যাপিত হয় দীপাবলি। এখানে সকলে সকালে তেল মেখে স্নান করে তারপর মন্দিরে পুজো দিতে যায়।
পাঁচদিন ধরে দীপাবলি উদযাপিত হয় শ্রীলঙ্কাতে। প্রদীপ জ্বালানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাজিও পোড়ানো হয় এই দেশে।
ভারতের মতো নেপালে দীপাবলি উপলক্ষে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। তবে, এই দেশে দীপাবলি 'তিহার' উৎসব নামে জনপ্রিয়।
আলোর উৎসবে মেতে ওঠে ইন্দোনেশিয়া। এশিয়ার এই দেশে সরকারি ছুটিও থাকে দীপাবলি উপলক্ষে। দেশের মন্দিরগুলোয় পুজো হয়।
দীপাবলি পালন হয় থাইল্যান্ডেও। 'লাম ক্রিয়ংহ' নামে জনপ্রিয় এই উৎসব থাই ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসের পূর্ণিমার দিনে উদযাপিত হয়।
দীপাবলি উপলক্ষে ফিজি বেড়াতে গেলেও সেখানে পাবেন উৎসবের ভাইবস। এই দেশেও ধুমধাম করে পালিত হয় আলোর উৎসব।
দীপাবলিতে সিঙ্গাপুরের রাস্তা আলোয় সেজে ওঠে। এক বছর সিঙ্গাপুরে বেড়াতে গিয়েও আপনি দীপাবলির ছুটি কাটাতে পারেন।
আরও পড়ুন