কলার গুণে চুলের উজ্জ্বলতা বাড়ে, মসৃণ ও মখমল হয়।
শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের স্বাস্থ্য ফেরাতে কলা ও দুধের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন
একটি ব্লেন্ডারে কলা ও দুধ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন
এবার এই পেস্টটা চুলের গোড়া থেকে ডগা অবধি লাগিয়ে রাখুন
৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন