প্রথমে ডার্ক চকলেট গুলো গুড়ো করে নিন।সেগুলিকে একটি পাত্রে আলাদা করে রাখুন।
তাতে এক কাপ দুধ, কফি পাউডার এবং চিনি মিশিয়ে ভাল করে নাড়ান।
এবার এই মিশ্রণটি ১ মিনিট সময় দিয়ে মাইক্রো -ওভেনে দিন। এরপর পাত্রটি বের করে আবার ভাল করে মেশান।
এবার মিশ্রনটিকে ব্লেন্ডার দিয়ে ফেটান। এরপর বেচে থাকা দুধ, আইস-কিউব দিয়ে আবার ব্লেন্ড করুন।
এবার আপনার পছন্দ মতো গ্লাসে মিশ্রনটা ঢেলে উপরে ওয়াইপ- ক্রিম, চকলেট -চিপ্স সাজিয়ে পরিবেশন করুন।