শুষ্ক ত্বকের সমস্যায় উপযোগী নারকেলের দুধ।
ত্বককে কোমল ও মসৃণ করে তুলতে নারকেলের দুধের জুড়ি মেলা ভার।
এর জন্য ব্যবহার করতে পারেন নারকেলের দুধের ফেসপ্যাক।
এক চামচ টক দইতে মিশিয়ে নিন দু চামচ নারকেলের দুধ।
২০ মিনিট এটা ত্বকের উপর রাখুন।
শুকিয়ে গেলে তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক ব্যবহার করলেই কোমল ত্বক পেয়ে যাবেন।