গরমে হাইড্রেটেড থাকতে পান করুন শসার স্মুদি
সহজ রেসিপির মাধ্যমে এই স্মুদি বাড়িতেই তৈরি করে নিন
এক গোটা শসা টুকরো টুকরো করে কেটে নিন
শসার সঙ্গে অল্প পরিমাণ ধনে পাতা আর জল মিশিয়ে ব্লেন্ডারে পিষে নিন
বিটনুন আর কয়েকটা বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন এই স্মুদি