বিটকে রোদে শুকনো করে গুঁড়ো করে নিন।
আধকাপ কোকো বাটার গলিয়ে নিন।
কোকো বাটারে ছ’ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন।
এবার এতে আধ চামচ বিটের গুঁড়ো মিশিয়ে দিন।
উপকরণগুলো খুব ভাল করে মিশিয়ে নিন।
এবার মিশ্রণটা কৌটোয় ঢেলে ফ্রিজে সারারাত রেখে দিন।
সেট হয়ে গেলেই লিপবাম হিসেবে ব্যবহার করুন।