উপকরণ- ১ কাপ শুকনো নারকেল কোড়া, ১/৫ কাপ গুঁড়ো আমূল দুধ, ১/৪ কাপ চকোলেট সস, ১ চা চামচ এলাচ গুঁড়ো, ১/৫ কাপ চকোলেট গুঁড়ো

নারকেল কোড়ার মধ্যে গুঁড়ো দুধ, চকোলেট সস, এলাচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে

চকোলেট গ্রেট করে রাখতে হবে

এবার মেখে রাখা নারকেল থেকে গোল গোল করে নাড়ু করে চকোলেট গুঁড়োতে মাখিয়ে নিতে হবে

তৈরি চকোলেট নাড়ু