দুটো লেবু গোল করে স্লাইস করে নিন।
এবার এক ইঞ্চি আদা গ্রেট করে রাখুন।
এক বোতল জলে এই দুটো উপাদান দিয়ে দিন।
লেবু ও আদার ডিটক্স ওয়াটার বানানোর দেড় ঘন্টার মধ্যেই খেয়ে দিন।
লেবুর মধ্যে থাকা ভিটামিন সি শরীর থেকে টক্সিন পদার্থ বের করে দেয়।