গরম কালে মুখে কুলিং এফেক্ট পেতে খুবই ভাল পেঁপের ফেসপ্যাক
এতে ত্বক যেমন হাইড্রেটেড থাকে তেমনই মসৃণ হয়
পাকা পেঁপে, এক চামচ মধু আর দু চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন
২০ মিনিট এটা ত্বকে লাগিয়ে রাখার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন
মুখ পরিষ্কার করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন