আনারসের টুকরো, আদা, জিরে ও গোলমরিচ একসঙ্গে নিয়ে মিক্সিতে বেটে নিন
মসৃণ পেস্টের জন্য এতে দই দিয়ে আবার ব্লেন্ড করে নিন
পরিমাণ মতো চিনি দিন। বিটনুন মিশিয়ে নিন।
কয়েকটা বরফের টুকরো দিলেই তৈরি আপনার আনারসের স্মুদি
ওপরে কয়েক টুকরো আনারস সাজিয়ে পরিবেশন করুন এই পানীয়