ছানা কাটিয়ে নিয়ে ভাল করে জল ঝরিয়ে নিন।

এরপর ছানাটা মিহি করে মেখে নিন।

এতে ময়দা, এলাচ গুঁড়ো, সুজি ও বেকিং পাউডার মিশিয়ে দিন।

এই ছানার মিশ্রণ থেকে ছোট ছোট করে গোল্লা বানিয়ে নিন।

গরম জলে ছানা বলগুলো ৩০-৩৫ মিনিট ফুটিয়ে নিন।

এবার তিন কাপ জলে স্টিভিয়া ফুটিয়ে নিন।

রসগোল্লা ফুটে উঠলে সেগুলো স্টিভিয়ার জলে  ছ’ঘণ্টা ভিজিয়ে রাখুন।