শিয়া বাটার গলিয়ে তাতে অলিভে অয়েল যোগ করুন।
এক চামচ অ্যালোভেরা জেল যোগ করে ভাল করে মিশিয়ে নিন।
এবার অল্প পরিমাণে এই মিশ্রণটি নিন এবং সরাসরি স্ট্রেচ মার্কের ওপর লাগান।
কয়েক মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করুন।
যতক্ষণ না ত্বক এটি শুষে নেয় ততক্ষণ এটি রেখে দিন।