ফেসপ্যাক তৈরি করুন মুসুর ডাল দিয়ে!৩ টেবিল চামচ মুসুর ডাল বাটা নিন।এতে ৩ টেবিল চামচ টক দই আর সমপরিমাণের বেসন মিশিয়ে নিন।এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।এবার এটা মুখে লাগিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না শুকোয়।তারপর জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। আর পেয়ে যায় সুন্দর ত্বক।