মানসিক চাপে, অনিদ্রার কারণে চোখের তলায় কালি পড়ে।
ডার্ক সার্কেল আপনার সম্পূর্ণ লুককে নষ্ট করে দিতে পারে।
তাই ডার্ক সার্কেল তাড়াতে সাহায্য নিন টক দইয়ের।
টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড চোখের তলার কালি দূর করে।
টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন।
এবার এটা আলতো করে দু'চোখের তলায় লাগিয়ে নিন।
মিনিট দশেক রেখে ধুয়ে ফেললেই কাজ হবে।