প্রথমে ওটসটা শুকনো কড়াইতে নেড়ে নিন।
প্যানে তেল গরম করে তাতে কালো সরষে, কারিপাতা, শুকনো লঙ্কা ও পেঁয়াজকুচি ফোড়ন দিন।
এতে গাজর, বিনস, কড়াইশুটি ও অন্যান্য সবজি মিশিয়ে দিন।
স্বাদমতো নুন, চিনি, সামান্য বাদাম ও জল ঢেলে দিন।
জল কমে আসলে ওটস মিশিয়ে নামিয়ে নিন।