হলুদ, দুধ এবং আলু দিয়ে তৈরি ত্বকের জন্য সেরা।
আলুতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে সুস্থ রাখে।
দুধ ত্বকের আর্দ্রতা ও কোমলতা বজায় রাখে।
ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে কাঁচা হলুদ।
পাশাপাশি এই ফেসপ্যাক সান ট্যানও দূর করে দেয়।
আলুকে গ্রেড করে আলুর রস বার করে নিন।
ওই রসে দুধ ও কাঁচা হলুদ মিশিয়ে মুখে মাখুন। এতে কাজ হবে।