কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগান। সারারাত রেখে দিন।

পরদিন সকালে উঠে মুখে ধুয়ে নিন। এই স্লিপিং মাস্ক ব্রণর সমস্যা কমাবে।

কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ, ল্যাকটিক অ্যাসিড ও অ্যান্টি-ট্যান এজেন্ট রয়েছে।

অন্যদিকে, হলুদের মধ্যে অ্যান্টি-সেপটিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে।

কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে মাখলে এটি ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে।

স্লিপিং মাস্ক হিসেবে এই সংমিশ্রণ ব্যবহার করলে এটি ত্বকের প্রদাহ কমে।

সপ্তাহে ৩-৪ বার রাতে এই ফেসমাস্ক ব্যবহার করলে ব্রণহীন ত্বক পেয়ে যাবেন।