দুধ, চিনি কিংবা চকোলেট, ক্যারামেল দিয়ে প্রায়শই কফি খাওয়া হয়। কিন্তু হলুদ দিয়ে কফি ট্রাই করেছেন?

কফি শরীরকে গরম রাখতে ও এনার্জি জোগাতে সাহায্য করে। অন্যদিকে, হলুদ ইমিউনিটি বাড়ায়।

শীতে যদি আপনি মশলাদার হলুদ ল্যাটে খান, তাহলে শরীর গরম থাকবে আর রোগ দূর পালাবে।

১/২ চামচ হলুদ গুঁড়ো ও এক চিমটে দারুচিনির গুঁড়ো একটা কাপে মিশিয়ে নিন।

এর উপর দিয়ে ১২০ মিলি গরম লো ফ্যাট দুধ ঢেলে দিন। স্বাদের জন্য মধু মেশান।

উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দিন। এবার উপর দিয়ে ৩০ মিলি এক্সপ্রেসো শট ঢেলে দিন।

দুধের ফেনা আর দারুচিনির গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন মশলাদার টারমারিক ল্যাটে।