ব্রণ শুধু যে ত্বকের সৌন্দর্য কেড়ে নেয়, তা নয়। ত্বকের প্রদাহ বাড়িয়ে তোলে।
ব্রণর সমস্যা সহজে দূর করা যায় না। সাহায্য নিতে হবে ঘরোয়া প্রতিকারের।
হেঁশেলে হলুদ থাকতে আর কোনও উপাদানের প্রয়োজন নেই ব্রণর চিকিৎসায়।
হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে।
ব্রণর উপর হলুদের পেস্ট লাগালে ব্যথা, ফোলাভাব কমে যাবে।
ব্রণ দূর করতে কাঁচা হলুদ বাটার পাশাপাশি হলুদের তেল ব্যবহার করতে পারেন।
১/২ কাপ আমন্ড তেলের সঙ্গে ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভরে রাখুন শিশিতে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ২ ফোঁটা হলুদের তেল নিয়ে মুখে ভাল করে মালিশ করুন।
এই হলুদের তেল ত্বকের প্রদাহ কমিয়ে ব্রণর সমস্যা দূর করে দেবে।