বাড়িতেই বানিয়ে নিন টুটি ফ্রুটি আইসক্রিম

এর জন্য প্রয়োজন ডাবল ক্রিম, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স আর টুটি ফ্রুটি বা কাটা ফল

প্রথমে ক্রিমটাকে ভাল করে ফেটিয়ে নিন

তারপর তার সঙ্গে কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ফেটিয়ে নিন

এরপর টুটি ফ্রুটি বা কাটা ফল মিশিয়ে হালকা হাতে নেড়ে নিন

এরপর ঢাকনা দেওয়া পাত্রে ১২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিলেই তৈরি আপনার টুটি ফ্রুটি আইসক্রিম