শাড়ি থেকে মশারি, কী নেই এক্সপোতে!
ঘর সাজানোর টুকিটাকি কিন্তু অত্যাধুনিক। সব রয়েছে এক ছাদের তলায়
আনাজ কাটতে এখনও বটি? অত্যাধুনিক কাটার হাতের কাছেই।
কেন অত্যাধুনিক? ধরুন ইস্ত্রি করবেন। পুরনো আয়রন ভুলে যান। স্টিম আয়রন আনান।
এক্সপোয় মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এই সস্তার স্টিম আয়রন। কাতারে কাতারে লোকের ভিড়ে চাহিদা যোগান দেওয়াই দায়।
ঘর সাজানোর টুকিটাকি হলেও কিন্তু অত্যাধুনিক। শাড়ি থেকে মশারি। সব পাওয়া যাচ্ছে শহরের বৃহত্তম লাইফস্টাইল এক্সপোতে।
ছবি টাঙাবেন। পুরনো ফ্রেম ছাড়ুন। থ্রিডি ছবি দিয়ে ঘরের দেওয়ালে শোভা বাড়াতে পারবেন অতি সহজেই।
এক্সপোতে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই কাশ্মীরি কার্পেট। অসাধারণ সব কারুকাজ করা এই কার্পেটগুলি মধ্যবিত্তের বাজেটের মধ্যেই রয়েছে।
বাঙালির প্রিয় পাঞ্জাবীর স্টলেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। শেষ দিনে এক্সপোর স্বাদ নিতে ভিড়ও ছিল চোখে পড়ার মত।