আগামী 1 এপ্রিল থেকে পুরনো অ্যাকাউন্ট থেকে Blue Tick সরিয়ে দেবে টুইটার।

এবার শুধুমাত্র সাবস্ক্রিপশন নিলেই এই চিহ্ন দেওয়া হবে।

টুইটার অধিগ্রহণের পরই ব্লু-টিকের জন্য সাবস্ক্রিপশন শুরু করেন ইলন মাস্ক।

যাঁদের এতদিন ব্লু-টিক ছিল, টাকা না দিলে তাঁরা সেটি হারাবেন।

এখন অ্যাকাউন্টের নিরাপত্তার জন্যই শুধুমাত্র ব্লু-টিক দেওয়া হবে।

যতই ফলোয়ার থাকুক না কেন, সাবস্ক্রিপশন নিলে তবেই ব্লু-টিক।

ব্লু-টিকের জন্য সাবস্ক্রিপশন নিলে বিভিন্ন ফিচার্স, টুইট এডিটের সুবিধাও পাবেন।