চড়া রোদে বেরোলে যেমন ঘাম হয়, তেমনই মুখে, হাতে-পায়ে বিশ্রী ট্যান পড়ে।

বাজারচলতি ডি-ট্যান প্যাকের বদলে অনেক বেশি কার্যকর টমেটো।

টমেটোর মধ্যে ভিটামিন সি রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

এছাড়া টমেটোর অ্যাস্ট্রিনজেন্ট এজেন্ট, রোমকূপ পরিষ্কার করে দেয়।

টমেটোর উপর হলুদ গুঁড়ো মিশিয়ে মাখলেই দেখবেন ধীরে-ধীরে ট্যান দূর হচ্ছে।

এছাড়া বেসন ও হলুদ গুঁড়োর সঙ্গে টমেটোর পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন।

এতে যেমন ত্বকের প্রদাহ কমবে, তেমনই ত্বকের ট্যানও দূর হয়ে যাবে।