২ বছর আগে মুক্তি পায় 'দিল বেচারা" ছবি।

এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সঞ্জনা সাংঘাই।

২ বছর আগেই আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। এটাই তাঁর শেষ ছবি।

ছবিতে নায়িকাকে বেঁচে থাকার মন্ত্র দিয়ে তিনি চলে যান, বাস্তবেও তাই।

সঞ্জনা স্মৃতিচারণ করতে একটি ভিডিয়ো শেযার করেন সোশ্যাল মিডিয়াতে। ভক্তরা সুশান্তকে দেখে মিস করছেন বলেই জানিয়েছেন