শীতে বাড়িতেই বানান হরেক কিসিমের সিঙ্গারা!
বাঙালির প্রিয় আলুর সিঙ্গারা। মুচমুচে, স্পাইসি সিঙ্গারার সঙ্গে চাই এক কাপ গরম গরম চা।
ম্যাগি খেতে সবাই পছন্দ করেন। দেখতে সিঙ্গারা, কিন্তু ভিতরে পুর হিসেবে দেওয়া থাকবে ম্যাগি। তাহলেই তৈরি ম্যাগি সিঙ্গারা।
গলে যাওয়া চকোলেট আর ড্রাই ফ্রুটসের পুর দিয়ে মিষ্টি মিষ্টি সিঙ্গারা একবার হলেও চেখে দেখুন।
মাত্র ১৫ মিনিটেই তৈরি হবে অসাধারণ স্বাদের চিলি চিজ সিঙ্গারা।
আলুর পুরে ট্যুইস্ট আনতে ব্যবহার করুন পনিরের টুকরো। সঙ্গে চাই গ্রিন চাটনি।
রমজান মাসে এই কিমা সিঙ্গারা দারুণ জনপ্রিয়। মটনের পুর দিয়ে তৈরি এই সিঙ্গারা পাশে দই আর কেচাপ বা গ্রিন চাটনি অবশ্যই পরিবেশন করা দরকার।
ডিমের ভুরজি, ছোট ছোট করে আটা আলু, পেঁয়াজ আর মশলা দিয়ে পুর বানিয়ে চটচট তৈরি করতে পারেন এগ সিঙ্গারা
পিত্জার নাম শুনলেই জিভে জল আসে। এবার শিঙ্গারার স্বাদে ট্যুইস্ট আনতে বানিয়ে ফেলুন পিত্জার সিঙ্গারা।