ভারতের হেরিটেজ প্রাকৃতিক পর্যটন কেন্দ্র কোনগুলি, জানেন?
কাজিরাঙা জাতীয় উদ্যান, অসম। এখানে রয়েছে সর্বোচ্চ সংখ্যক বিশ্বের বিরলতম একশৃঙ্গ গণ্ডার।
কেয়োলাডেও জাতীয় উদ্যান, রাজস্থান। শীতের সময়ে এই পার্কে ভিড় করে প্রচুর সংখ্যক পরিযায়ী পাখিরা।
সিকিমের খাঙ্গছেনজোংগা জাতীয় উদ্যান। হিমালয় পর্বতমালার অপূর্ব ও অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকবেন এখানে
মানস বনপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, অসম। মানস নদীকে ঘিরে গভীর বনাঞ্চলে রয়েছে বিরল থেকে বিরলতম বন্যপ্রাণীর বাস।
পশ্চিমঘাট। শান্ত, সবুজে ঘেরা পশ্চিমঘাট পর্বতমালার বনাঞ্চল আসলে বিশাল জীববৈচিত্র্যের হটস্পট।