মাঘ পূর্ণিমার কিছু অজানা কথা! জানতেন আগে?
মাঘ পূর্ণিমা কেন পালিত হয়, তা অনেকেরই অজানা। পৌরাণিক কাহিনি অনুসারে, কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন।
ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন। ছিল না কোনও সন্তানও। একদিন ব্রাহ্মণের জীবনসঙ্গীকে ঠাট্টা করে তাঁকে ভিক্ষা দিতে অস্বীকার করেন পাড়া-প্রতিবেশীরা।
তাতে শোকাহত হন ব্রাহ্মণ ও জীবনসঙ্গী। এরপর ব্রাহ্মণ টানা ১৬ দিন ধরে নিয়ম মেনে কালীপুজো করেন।
তাতে তুষ্ট হয়ে সন্তানধারণের বর দেন। সঙ্গে পূর্ণিমার ব্রত রাখা উচিত। দেবী কালী ব্রাহ্মণকে প্রতি পূর্ণিমার দিন একটি করে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেন।
ধীরে ধীরে প্রতি পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ বাড়াতে বলেন তিনি। এরপর এক পুত্রসন্তানের জন্ম দেন ব্রাহ্মণী। ধীরে ধীরে সেও বড় হয়।
সন্তান বড় হলেও পূর্ণিমার দিনে প্রদীপ জ্বালাতে ভোলেন না দুজনে। একসময় পড়াশোনার জন্য কাশী যায় তাদের পুত্র।