যে হারে গরম পড়েছে, তাতে কোনওভাবেই ত্বককে 'কুল' রাখা যাচ্ছে না।
গরমের জেরে ত্বকের তেলতেলে ভাব, ব্রণ, দাগছোপ বেড়েই চলেছে।
এই অবস্থায় ত্বকের উপর অ্যালোভেরা ও বরফ ঘষলে সবচেয়ে বেশি উপকার পাবেন।
আর যদি অ্যালোভেরা ও বরফকে একসঙ্গে ব্যবহার করতে হয় তাহলে ট্রাই করুন অ্যালো আইস।
অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে পেস্ট করে নিন।
এবার অ্যালোভেরা জেল বরফের পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। তৈরি অ্যালো আইস।
রোদ থেকে বাড়ি ফিরে এই অ্যালো আইস মুখে ঘষুন। কমবে জ্বালাভাব ও প্রদাহ।
পাশাপাশি অ্যালো আইস আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং ত্বকের সমস্যা কমাবে।
এই অ্যালো আইস আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।