শীতে চুলের যাবতীয় সমস্যা দূর করতে দিতে পারে আমলকি।
এই মরশুমি ফল খুশকির সমস্যা দূর করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।
চুলের গোড়ায় আমলকির রস লাগালে কোলাজেনের মাত্রা বাড়ে।
আমলকির রস চুল পড়া কমে এবং নতুন চুল গজায়।
৫-১০টা আমলকির পেস্ট বানিয়ে রস বের করে নিন।
এবার এই রস চুলের গোড়ায় লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন।
এরপর মাইল্ড কোনও শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন।