চুল ডিপ কন্ডিশনিং করা জরুরি। এটি চুলকে ময়েশ্চারাইজ করে তোলে।

শুধু কন্ডিশনার ব্যবহার করলে চলবে না। সাহায্য নিন ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্কের।

চুলের যত্নে সেরা কাজ করে কলা ও ডিম। এতে চুল নরম হয়ে ওঠে।

পাকা কলা ম্যাশ করে নিন। এতে ১টা ডিম মিশিয়ে দিন।

অতিরিক্ত শুষ্ক চুল হলে এতে ১ চামচ মধু মেশাতে পারেন।

আগের দিন রাতে চুলে হট অয়েল ম্যাসাজ করুন। পরদিন সকালে হেয়ার মাস্ক লাগান।

৩০ মিনিট পর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই পেয়ে যাবেন ঝলমলে চুল।