ডিমের মধ্যে বায়োটিন রয়েছে, যা চুলের যত্ন নিতে সাহায্য করে।
অন্যদিকে, বিয়ারও চুলের খেয়াল রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
তাই, ছুটির দিনে বাড়িতে তৈরি করুন ডিম ও বিয়ারের হেয়ার মাস্ক।
ডিম ও বিয়ারের হেয়ার মাস্ক চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।
খুশকি থেকে চুল পড়া রোধ করে দেয় ডিম ও বিয়ারের হেয়ার মাস্ক।
১/২ কাপ বিয়ারের সঙ্গে ১টা ডিম এবং ২-৩ চামচ নারকেল তেল মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণটি ভাল করে চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে নিন।
৩০ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন।
মাসে ৩-৪ বার ডিম ও বিয়ারের হেয়ার মাস্ক ব্যবহার করলেই ফল পাবেন।