গাজর নেবে আপনার ত্বকের যত্ন!হলুদ, অ্যালোভেরা জেল, গাজরের রস এবং বেসন দিয়ে তৈরি করুন ফেসপ্যাক।এটি চারটি উপাদানকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।এগুলো ত্বকের ওপর ভাল করে প্রয়োগ করুন।৩০ মিনিট মতো এটি ত্বকের ওপর রাখুন।এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।