গরমে চুলের দফা-রফা অবস্থা? স্ক্যাল্পে চুলকানি? ক্যাস্টর অয়েল মাখুন।

গরমেও চুল আর্দ্রতা হারিয়ে ফেলে এবং নিস্তেজ দেখায়। ক্যাস্টর অয়েল এতেও উপকারী।

ক্যাস্টর অয়েলে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড আছে, চুলের বৃদ্ধি ঘটায়।

ক্যাস্টর অয়েল চুলের ফলিকলকে মজবুত করে তোলে এবং চুল পড়া কমায়।

কোমল ও মসৃণ চুল পেতে সপ্তাহে অন্তত দু'দিন ক্যাস্টর অয়েল ব্যবহার করুন।

নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন।

এই তেল আপনি ভাল করে চুলে মালিশ করুন। এতে ফ্রিজি চুলের সমস্যাও মিটে যাবে।