গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে ডাবের জল।
একইভাবে ত্বকেরও যত্ন নেয় ডাবের জল। ত্বকে সতেজতা ফিরিয়ে দেয় ডাবের জল।
ডাবের জল সরাসরি ত্বকের উপর লাগাতে পারেন। এতে ত্বকের দাগছোপ কমে যাবে।
এছাড়াও আপনি ডাবের জল দিয়ে টোনার বানিয়ে নিতে পারেন।
একটা স্প্রে বোতলে পরিমাণমতো ডাবের জল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
বোতলটা ভাল করে ঝাঁকিয়ে নিন। এবার বোতলটা ফ্রিজে রেখে দিন।
মুখ পরিষ্কার করে স্প্রে করে নিন ডাবের জলের টোনার।