10 May, 2024

বগলের কালো ছোপ? অ্যাসিড মাখুন

credit: istock

TV9 Bangla

ওয়াক্স করান কিংবা রেজ়ার ব্যবহার করুন, বগলের নাছোড়বান্দা কালো ছোপ কিছুতেই পিছু ছাড়ে না। কেউ কেউ ঘরোয়া টোটকারও সাহায্য নেন।

আঁটসাঁট পোশাক পরলে, ঘাম বসার কারণে, মরা কোষ জমে বগলে কালো ছোপ তৈরি হয়। ঘন ঘন রেজ়ার ব্যবহার করলে এই ছোপ আরও বেড়ে যায়।

বগলের কালো ছোপকে হাইপারপিগমেন্টেশন বলা হয়। এই সমস্যা দূর করতে গেলে আপনাকে সাহায্য নিতে হবে অ্যাসিডের। শুনে অবাক হচ্ছেন?

বগলের কালো ছোপ তুলতে সহায়ক গ্লাইকোলিক অ্যাসিড। এটা হল এক ধরনের আলফা-হাইড্রক্সি অ্যাসিড। এটি পিগমেন্টেশন দূর করে।

গ্লাইকোলিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে। বগলের উপর জমে থাকা মৃত কোষের স্তরকে পরিষ্কার করে দেয়। এতে ছোপ উঠে যায়।

গ্লাইকোলিক অ্যাসিড কালো ছোপ পরিষ্কার করার পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। এমনকি নতুন কোষ বৃদ্ধিতেও সাহায্য করে।

গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত সিরাম, ক্রিম সবই বাজারে পাওয়া যায়। তবে, বগলের ছোপ দূর করতে AHA যুক্ত রোল অন ব্যবহার করুন।

আলফা-হাইড্রক্সি অ্যাসিড যুক্ত রোল অন সরাসরি বগলের উপর প্রয়োগ করুন। এই গ্লাইকোলিক অ্যাসিড বগলের দুর্গন্ধও দূর করবে।