বয়স বাড়ার আগে চুলের রং সাদা হয়ে যাচ্ছে? রাসায়নিক রং না করিয়ে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিন।

সাধারণত ঘরোয়া তেল ব্যবহার করলে পাকা চুলের সমস্যা এড়ানো যায়।

হেয়ার টনিক ব্যবহার করেও আপনি পাকা চুলের সমস্যা রুখে দিতে পারেন।

দু'গ্লাস জল ফুটতে বসান। এতে এক মুঠো কারিপাতা, ১ চামচ করে মেথি ও কালোজিরে মিশিয়ে দিন।

এই হেয়ার টনিককে আরও কার্যকর করে তুলতে এতে চা পাতা ও কফি পাউডারও মিশিয়ে দিন।

এই ফল যখন ফুটে এক গ্লাস মাপের হবে, তখন গ্যাস বন্ধ করে দিন। এবার এই টনিক ভাল করে চুলে স্প্রে করুন।

২ ঘণ্টা চুল ভাল করে বেঁধে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। ৭ দিন ব্যবহার করলেই তফাৎ দেখতে পাবেন।