খুশকি, চুল পড়া, পাকা চুল—চুলের নানা সমস্যায় জর্জরিত ২০ থেকে ৫০ সকলেই।

নামী-দামি শ্যাম্পু ব্যবহারের পরও চুলের সমস্যা থেকে যায়। এক্ষেত্রে আপনি হেয়ার মাস্ক ব্যবহার করুন।

চুলের যত্নে জবা ফুলের ব্যবহার মা-দিদিমার যুগ থেকে চলে আসছে। এই ফুল দিয়েই বানিয়ে নিন হেয়ার মাস্ক।

জবা ফুলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকির সমস্যা দূর করতে সহায়ক।

২ চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে তাজা জবা ফুল ও পাতার সঙ্গে মেথি পেস্ট করে নিন।

জবা ফুল ও মেথির পেস্টের টক দই মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন।

১ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এতে চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। এবং আপনি পাবেন ঝলমলে চুল।