তিন গ্লাস জল গরম বসান। ফুটে উঠতে এতে তাজা কমলালেবুর খোসা ফেলে দিন।
এতে ২টো দারুচিনির কাঠি, ৫টি লবঙ্গ ও ১০টি পুদিনা পাতা ফেলে দিন।
জল ফুটে অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
ঠান্ডা হয়ে গেলে ফ্রেশ বোতলে ঢেলে ব্যবহার করুন।
প্রথমে মুখ ক্লিনজার দিয়ে ধুয়ে নিন। তারপর এই ফেসমিস্ট ব্যবহার করুন।
এটি আপনার মুখ থেকে সমস্ত মৃত কোষ, ময়লা দূর করে দেবে।
কমলালেবুর গুণে আপনার ত্বক আরও উজ্জ্বল হবে।