ঠোঁটের কালো ছোপ দূর করতে সাহায্য নিন রান্নাঘরের উপাদানের।
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লেবুর রস।
লেবুর রসের মধ্যে প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে।
পাতিলেবুর স্লাইস করে তার উপর চিনি ছড়িয়ে ঠোঁটের উপর ঘষুন।
এতে ঠোঁটের মৃত কোষ উঠে যাবে এবং নরম ত্বক পাবেন আপনি।
লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়েও ঠোঁটের উপর স্ক্রাব করতে পারেন।
এতে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে গোলাপি আভা ফুটে উঠবে।