গরমে হাইড্রেটেড থাকতে লেবুর জল পান করছেন? এবার ত্বকের জন্য লেবুর সাহায্য নিন।

রোদে বেরিয়ে হাতে-পায়ে ট্যান পড়ে যাচ্ছে। ট্যান দূর করুন লেবুর রসের সাহায্যে।

লেবু হল প্রাকৃতিক ব্লিচিং উপাদান। এটি ত্বক থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে।

আপনি পাতিলেবুর রসে চিনি মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।

এছাড়া ট্যান দূর করতে আপনি লেবুর তৈরি প্যাক ব্যবহার করতে পারেন।

এক চামচ বেসন নিন। এতে গোলাপ জল, লেবুর রস ও এক চিমটে হলুদ মিশিয়ে নিন।

এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতেই কাজ হবে।