ব্রণ এবং ব্রণর বিশ্রী দাগ আপনার মুখের সৌন্দর্য নষ্ট করে। এর সমাধানও রয়েছে।
টক দইয়ের হলুদ মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে ব্রণ ও ব্রণর দাগ দূর হয়ে যাবে।
দাগছোপ দূর করতে আপনি মুখে মধুও মাখতে পারেন। এতে ত্বকের কোমলভাব বজায় থাকে।
এছাড়া মধুর মধ্যে দারুচিনির গুঁড়ো মিশিয়েও ত্বকের উপর লাগাতে পারেন।
আপনি যদি দ্রুত ব্রণ ও ব্রণর দাগ থেকে মুক্তি পেতে চান, তাহলে নিয়মিত অ্যালোভেরা জেল মাখুন।
মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন।
এই উপায়ে আপনি ত্বকের তেলতেলে ভাব, ব্রণ এবং দাগছোপ দূর করতে পারবেন।