রূপচর্চার জন্য তো অনেক ক্রিম, প্রসাধনী ব্যবহার করলেন
এবার নজরটা ঘোরান হেঁশেলের দিকে
জানেন কি পেঁয়াজ ত্বকের জন্য ভীষণ উপকারি?
পেঁয়াজের রস ত্বক অকলা বলিরেখার সমস্যা মেটায়
দূর করে কালো দাগ-ছোপও
এছাড়াও ব্রণর বিরুদ্ধেও লড়ে পেঁয়াজের খোসা
দু' চামচ পেঁয়াজের রসের সঙ্গে টকদই ও মধু মিশিয়ে মাখুন। ফল পাবেন