শীতে উড়ো চুলের সমস্যা বাড়ে। মুখে কুচো চুল বার বার উড়ে এসে পড়ে।

এই সমস্যায় কমবেশি সব মেয়েরাই পড়েন।

সমস্যার সমাধান করতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

আঙুলে অল্প পেট্রোলিয়াম জেলি নিয়ে হাতের তালুতে ঘষে নিন।

এবার ওই হাত চুলের উপর হালকা করে বুলিয়ে নিন।

দেখবেন, উড়ো চুল বশ মেনে গিয়েছে।

এছাড়াও ভুরুকে সঠিক আকৃতি দিতেও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।