কিশমিশ ভেজানো জল ত্বককে যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
কিশমিশ ভেজানো জলে ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে।
কিশমিশ ভেজানো জল মুখে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
২৫০ গ্রাম কিশমিশ ৩-৪ কাপ জলে সারারাত ভিজিয়ে রাখুন।
পরদিন সকালে ওই জল ছেঁকে নিন। এতে এক চামচ গোলাপ জল মিশিয়ে দিন।
এবার স্প্রে বোতলে ওই জল ভরে রাখুন। এটি আপনি মুখে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি মুখে লাগান। কিছুক্ষণ রেখে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে দিন।