তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা গরমে ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান না। এতে ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যায়।

ময়েশ্চারাইজার না ব্যবহার করলেও ত্বকের আর্দ্রভাব বজায় রাখা দরকার। তাই প্রাকৃতিক উপায়ের সাহায্য নিন।

তৈলাক্ত ত্বককে ময়েশ্চারাইজড করতে কাঁচা দুধ ব্যবহার করুন।

কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

অন্যদিকে, কাঁচা দুধ মাখলে ত্বক নরম থাকে, বলিরেখা পড়ে না এবং মুখ উজ্জ্বল হয়ে ওঠে।

এক কাপ কাঁচা দুধে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার তুলোর বল দিয়ে এটা সারা মুখে লাগিয়ে নিন।

১০ মিনিট পর মুখ ধুয়ে নিন। নিয়মিত এই উপায়ে দুধ ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য দেখতে পারেন।