অবাঞ্ছিত লোম ঢাকতে প্রতি মাসে অনেকেই ব্লিচ করান।

নিয়মিত ব্লিচ করলে চামড়া পাতলা হয়ে যায়, র‍্যাশ,  ব্রণ, দাগছোপও বাড়তে থাকে।

পার্লারে গিয়ে ব্লিচ করার বদলে বাড়িতে সহজ উপায়ে ঢেকে ফেলুন অবাঞ্ছিত লোম।

পাকা পেঁপে দিয়ে মুখে ব্লিচ করুন। পাকা পেঁপে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

পাকা পেঁপে ভাল করে ম্যাশ করে নিন। এতে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন।

এবার এই ফেসপ্যাক ত্বকে রূপোর ২০-৩০ মিনিট লাগিয়ে রাখুন।

সপ্তাহে ১ বার এভাবে মুখে পাকা পেঁপে মাখলেই আর ব্লিচের প্রয়োজন পড়বে না।