বেশিরভাগ মানুষ মুখে গোলাপ জল মাখেন। এছাড়াও নানা কাজে লাগানো যায় গোলাপ জল।
রান্নার কাজেও ব্যবহৃত হয় গোলাপ জল। কী-কী ভাবে ব্যবহার করবেন, রইল টিপস।
মুঘল রান্নায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গোলাপ জল।
ভ্যানিলা এসেন্সের মতো গোলাপ জল খাবারে স্বাদ ও গন্ধের জন্য ব্যবহার করা হয়।
বিরিয়ানিতে সবচেয়ে বেশি গোলাপ জল ব্যবহার করা হয়।
এছাড়া পায়েস, ফিরনি তৈরিতে এক ফোঁটা গোলাপ জল মেশাতে পারেন।
এমনকী শরবত বা রিফেশিং ড্রিংক্সেও মিশিয়ে দিতে পারেন এক ফোঁটা গোলাপ জল।